চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিজার্ভ চুরি: ক্যাসিনোতে থাকা ৪৬ লাখ ডলার ফেরত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত দিয়েছেন ওই চুরির কথিত
মূল হোতা ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং। বৃহস্পতিবার ৪৬
লাখ ডলার ব্যাঙ্কো সেন্টাল এনএ ফিলিয়িপনাসে (বিএসপি) ও অ্যান্টিমানি
লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে তুলে দেন তিনি।

অর্থ ফেরতের কথা নিশ্চিত করেছেন এএমএলসি ও বিএসপি’র কর্মকতারা। এই অর্থ ফেরতের পর এএমএলসি’র কর্মকর্তা রালফ রেকটো বলেছেন, চুরি যাওয়া বাকি অর্থও উদ্ধার হতে পারে।

ফিলিপিন্সের সংবাদমাধ্যম ম্যানিলা বুলেটিন জানিয়েছে, সিনেট শুনানিতে কিম অং আগেই চুরি যাওয়া অর্থের বিভিন্ন গন্তব্যের কথা জানান।

তিনি বলেছিলেন, ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সোলেয়ার ক্যাসিনোতে রাখা হয়েছে। ওই অর্থ তিনি কর্তৃপক্ষের কাছে দেবেন বলেও জানান। সেই কথা মতোই তিনি ৪৬ লাখ ডলার ফেরত দিলেন।

এর আগে শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন কিম অং। অর্থ চুরির জন্য তিনি চীনা ব্যবসায়ী ডিং ঝিজে ও সু হুয়া গাও এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোকে দায়ী করেন।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৮০৮ কোটি টাকা) চুরি হয়। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে।