চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়া ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ করছে, অভিযোগ ইউক্রেনের

রুশ বাহিনী একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে মস্কোর এ আক্রমণকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিযুক্ত করেছে ইউক্রেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার গবেষণা কেন্দ্রটিতে হামলা করে রাশিয়া।

ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু নিয়ন্ত্রক পরিদর্শক জানায়, উত্তর-পূর্ব শহর খারকিভে অবস্থিত এই কেন্দ্রটি গোলাবর্ষণের ফলে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং এর অবকাঠামো ক্ষতির সম্মুখীন হয়।

তবে কেন্দ্রটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক কেন্দ্রে এ হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ৩ মার্চ  দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে তা দখলে নেয় রুশ বাহিনী।