চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজনীতিতে জাতীয় পার্টি এখন বড় ফ্যাক্টর: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দাবি করেছেন, রাজনীতিতে জাতীয় পার্টি এখন একটি বড় ফ্যাক্টর

আর দলটির কো-চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কোনো দলের দাবার গুটি হতে চায় না।

সোমবার জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার এসব কথা বলেন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

পরে আলোচনায় রওশন এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাপার ভূমিকা কী হবে তা দলটির সাংগঠনিক শক্তির নির্ভর করবে। নির্বাচনকে সামনে রেখে দলের কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি।

এরশাদ বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। আগামী নির্বাচনে এ সুযোগকে কাজে লাগাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি।

ক্ষমতায় গেলে ডাক্তার মিলন হত্যার বিচার করা হবে বলেও জানান এইচ এম এরশাদ। ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে ডাক্তার মিলন নিহত হলে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হন এরশাদ।