চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রক্ষণ নিয়ে বিপাকে রিয়াল

রক্ষণ নিয়ে ভালই বিপদে পড়েছে রিয়াল মাদ্রিদ। একেতো চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন থিও হার্নান্দেজ ও মার্সেলো। তাদের নামের পাশে যোগ হচ্ছে দানি কারভাহালের নামটিও। আক্রমণভাগ থেকে রোববার এস্পানিয়লের বিপক্ষে ম্যাচে নাম কাটা যাচ্ছে গ্যারেথ বেলেরও।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল বেলকে। এস্পানিয়লের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় ওয়েলস তারকাকে দলে রাখেননি কোচ জিদান। বরুশিয়ার বিপক্ষে সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি রোনালদোকে দিয়ে একটি গোল করিয়েছিলেন বেল।

অন্যদিকে বেল, থিও কিংবা মার্সেলোর থেকে কারাভাহালের সমস্যাটা একটু ভিন্ন। হার্টের সমস্যায় ভুগছেন তিনি। এই সমস্যার কারণে এক থেকে দেড় মাস বাইরে থাকতে হবে কারভাহালকে। করতে হতে পারে অস্ত্রোপচারও।


চলতি মৌসুমে রিয়ালের হয়ে সবগুলো ম্যাচেই ছিলেন কারভাহাল। খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তার অনুপস্থিতিতে রাইটব্যাকে কাকে খেলাবেন সেটাই এখন মূল ভাবনার বিষয় কোচ জিনেদিন জিদানের জন্য। কারভাহালের জায়গায় দরজাটা খুলে যেতে পারে আশরাফ হাকিমীর জন্য।

মৌসুমে ৬ ম্যাচে ১১ পয়েন্ট রিয়ালের। আছে টেবিলের ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ১৮ পয়েন্টে লা লিগায় সবার ওপরে বার্সেলোনা।