চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে পথে ঘাতকের ট্যাঙ্ক, সে পথে আলোর মিছিল

যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়ে জাতির পিতাকে হত্যা করেছে সে পথে শুক্রবার দিবাগত রাতে ৪০টি মশাল নিয়ে আলোর মিছিল করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের ট্যাঙ্ক জাহাঙ্গীর গেট দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির পিতাকে হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের ব্যানারে রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র টিএন্ডটি মাঠের সামনে থেকে জাতির জনকের বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন এবং শপথবাক্য পাঠ করার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।

আলোর মিছিলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম মুক্তিযোদ্ধারা মরে গেলে মুক্তিযুদ্ধের এ চেতনাকে ধারণ করার ভার কাদের কাছে দিয়ে যাবো, কিন্তু আজ নিশ্চিন্ত হলাম আমাদের সন্তানরা যুগ-যুগান্তর এ চেতনাকে বহন করে নিয়ে যাবে।’