চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুদ্ধ নয়, শান্তিই উন্নয়নের একমাত্র পথ: প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, শান্তিই উন্নয়নের একমাত্র পথ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি বাংলাদেশের ওপর আক্রমণ করে তা প্রতিহত করার সক্ষমতা গড়ে তুলতে হবে।

রোববার গণভবন থেকে অনলাইনে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের সভায় অংশগ্রহণ করে তিনি আরও বলেন, নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত দেশকে মর্যাদা এনে দিয়েছে।

ওই অনুষ্ঠানে দেওয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বাহিনীগুলোকে প্রযুক্তি ও উৎকর্ষ সাধনের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বলেন।

‘‘পদ্মাসেতু নিয়ে নানা ষড়যন্ত্রের পরও এই সেতু নির্মাণ বাংলাদেশের জন্য গর্বের।’’

সেসময় তিনি দক্ষ, যোগ্য ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের কাজের মূল্যায়নের মাধ্যমে যাতে পদোন্নতি পায় সেদিকে দৃষ্টি দিতে বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর পদোন্নতির জন্য প্রতি বছরই নির্বাচনী পর্ষদের সভা হয়।