চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যাথুজ আবারও ওয়ানডে নেতৃত্বে

তিনিই ছিলেন শ্রীলঙ্কার রঙিন পোশাকের অধিনায়ক। মাঝখানে চোটের কারণে অধিনায়কত্ব চলে গিয়েছিল দিনেশ চান্দিমালের হাতে। চান্দিমাল যখন বল টেম্পারিংয়ের কারণে চার ম্যাচ নিষিদ্ধ, তখন আবারও নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের কাঁধেই ফিরল লঙ্কান ক্রিকেটের রঙিন পোশাকের নেতৃত্বভার।

সাউথ আফ্রিকার বিপক্ষে জুলাইয়ের ২৯ তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। সেজন্য ম্যাথুজের হাতে অধিনায়কত্ব ফিরিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। গত জানুয়ারিতে চোটে পড়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচে নামার অপেক্ষায় ম্যাথুজ।

লঙ্কান দলে নতুন মুখের দেখা মিলছে দুটি। মিডিয়াম পেসার কাসুন রাজিথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেললেও ওয়ানডে অভিষেকের সুযোগ পাচ্ছেন প্রোটিয়াদের বিপক্ষেই। অভিষেক হতে পারে বাঁহাতি স্পিনার প্রভাথ জয়সুরিয়ারও।

পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটি হবে ডাম্বুলায়, ২৯ জুলাই।