চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন মাসের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে

বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে তিন মাসের মধ্যে সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে ফার্মেসীর চেয়ে ফ্যাক্টরীতে অভিযান চালানো উচিত। এর আগে ৩০ কোটি টাকার উপরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে জানিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রতিবেদন জমা দেয় হাইকোর্টে।

সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়।

এর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত ও বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

‘৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’ শিরোনামে গত ১১ জুন একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।

সেই প্রতিবেদনসহ এ নিয়ে গণমাধ্যমে আসা কয়েকটি প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান রিটটি করেন।