চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসি-রামোসদের অনুশীলনের অনুমতি মিলল

৪মে থেকে মাঠে গিয়ে অনুশীলন করতে পারবেন ফুটবলাররা, এমন ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আসছে জুনের শেষ থেকে ‘ধীরে ধীরে ও সমন্বিতভাবে’ স্বাভাবিক জীবনে ফেরার চারস্তর বিশিষ্ট পরিকল্পনা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। পেশাদার ফুটবলাররা ৪মে থেকে মাঠে অনুশীলন করতে পারবেন।

মঙ্গলবার টেলিভিশন ভাষণে এসব জানিয়েছেন সানচেজ। পাশের দেশ ফ্রান্সে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত খেলাধুলা বন্ধের ঘোষণার দিনেই ফুটবল মাঠে ফেরানোর কথা দিলেন তিনি।

অবশ্য সবাইকে একসঙ্গে অনুশীলন করতে দেয়া হবে না। খেলোয়াড়রা ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করবেন। বিশেষ কিছু অঞ্চলে অনুশীলন করতে হলে সরকারের অনুমতি লাগবে।

প্রতি দুই সপ্তাহ অন্তর স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অবস্থা পর্যালোচনা করা হবে। এরপর পেশাদার ফুটবল মাঠে ফেরানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। ২০১৯-২০ মৌসুম আবারও শুরু হবে কিনা সেটির কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।

ইউরোপে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি স্পেন। সেখানে ২ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছে ২৩ হাজারের উপর।