চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসিদের বার্সেলোনাই গত দশকের সেরা ক্লাব

২০১১ থেকে ২০২০, এই দশকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে মেসি-পিকেদের বার্সেলোনাকে নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল, হিস্টোরি এন্ড স্ট্যাটিসটিক্স, তথা আইএফএফএইচএস।

দশকটিতে বার্সেলোনার পারফরম্যান্স ছিল অসাধারণ। দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়বার লা লিগা শিরোপা ঘরে তোলে কাতালানরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সঙ্গে যে পরিমাণ ম্যাচ জিতেছে ন্যু ক্যাম্পের দলটি, আর যে পরিমাণ গোল করেছে ও প্রতিপক্ষকে গোল কম করতে দিয়েছে, সেটিও বিবেচনায় নিয়েছে আইএফএফএইচএস।

তাদের জরিপে বার্সা ২,৮৭৭ পয়েন্ট পেয়ে সেরা নির্বাচিত হয়েছে। স্প্যানিশ জায়ান্টদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পেয়েছে ২,৭৮২ পয়েন্ট, যা বার্সার চেয়ে ৯৫ পয়েন্ট কম।

তিনে থাকা বুন্দেসলিগার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ঘরে গেছে ২,৫৯৪.৫ পয়েন্ট। সেরার তালিকায় চারে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি ও পাঁচে জায়গা পেয়েছে আরেক স্প্যানিশ অ্যাটলেটিকো মাদ্রিদ।

বছরের হিসাবে ভোটে বার্সা ২০১১, ২০১২ এবং ২০১৫ সালের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে। রিয়াল সেরা ২০১৬ ও ২০১৭ সালের। বায়ার্ন সেরা ২০১৩ ও ২০২০ সালের জন্য।