চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক ১০ মিনিট সচল থাকে

মৃত্যুর পরে কি মানুষের মস্তিষ্ক কাজ করতে থাকে? নতুন এক গবেষণায় চমকে ওঠার মতো এক তথ্য পেয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে, মানুষের মৃত্যুর পরে প্রায় ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্কের কাজ স্বাভাবিক থাকে। শিরার ভিতরে রক্ত চলাচল ও হৃদযন্ত্রের কাজ বন্ধ হবার পরেও মস্তিষ্কে একটি ডেলটা তরঙ্গ সক্রিয় থাকে।

কানাডার একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মৃত ঘোষণা করা চারজন রোগীর উপর গবেষণা চালান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক। মৃত্যুর পরেও তাদের মস্তিষ্ক কাজ করেছে এমনটি দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন গবেষকরা।

গবেষণার আগে ডাক্তাররা কয়েকটি শারীরিক পরীক্ষা করে রোগীদের মৃত্যু নিশ্চিত করেছেন। এসময় তাদের হৃদস্পন্দন ও চোখের কোনো প্রতিক্রিয়া ছিলো না। একজন মানুষ গভীর ঘুমে থাকলে মস্তিষ্ক যেভাবে কাজ করে, ওইসব রোগীদের মস্তিষ্কও ঠিক সেভাবে কাজ করেছে।

এই যন্ত্রটির নাম জিওডেসিক সেন্সর নেট। এর মাধ্যমে ডেলটা তরঙ্গ বিস্ফোরণ নির্ণয় করা হয়। এর মাধ্যমে  মস্তিষ্ক সচল আছে কি না তা বোঝা যায়।

যে চারজন রোগীর উপরে এই গবেষণা চালানো হয়েছিলো, তাদের একজনের মস্তিষ্ক রহস্যজনকভাবে মৃত্যুর পরেও অনেকক্ষণ ধরে কাজ করতে থাকে। বাকিদের বেলায়ও হৃদযন্ত্র বন্ধ হবার পর তাদের মস্তিষ্ক কাজ করেছে, তবে ভিন্নভাবে। মৃত্যুর পর মস্তিষ্কের কাজের এই বিভিন্নতায় বিজ্ঞানীরা বিস্মিত হয়েছেন। মৃত্যুর পর সবার মস্তিষ্ক সমানভাবে কাজ করেনি। অর্থাৎ এটি থেকে বোঝা যায়নি যে আসলে তাদের সাথে কি ঘটছে? এটি একটি রহস্যময় ব্যাপার।

মৃত্যুর পর মস্তিষ্কের কার্যক্রমের এই বিভিন্নতা- ঠিক কি কারণে ঘটে, এটি নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। আর এতো অল্প কয়েকজনের উপর গবেষণা করে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসাটাও কঠিন। কিন্তু তারা এটি নিশ্চিত করেছেন যে, তাদের কোনো ভুলের জন্য মৃত ব্যক্তির মস্তিষ্ক এরকম কাজ করেছে, এমনটি ভাবার সুযোগ নেই।

বিজ্ঞানীরা আগে ভাবতেন মানুষের যে মৃত্যুর এক মিনিটের মধ্যে একটি রহস্যময় প্রবল আলোড়নের মাধ্যমে মস্তিষ্কের অধিকাংশ অংশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু এই সিদ্ধান্তগুলো এসেছিলো ইঁদুরের উপর করা গবেষণা থেকে যার সাথে মানুষের কোনো মিল নেই। বিজ্ঞানীরা বলছেন আমাদের নমুনায় থাকা রোগীদের হৃদযন্ত্র বন্ধ হওয়ার এক মিনিটের মধ্যে কারও মধ্যে কোনো ডেলটা ওয়েব দেখতে পাওয়া যায়নি।

মৃত্যুর পর মানুষের শরীর ও মনে কি ঘটে? এ বিষয়টি এখনও বিজ্ঞানী ও গবেষকদের কাছে সম্পূর্ণ রহস্যময়। গত বছরের দুটি গবেষণায় দেখা যায় যে, মানুষের মৃত্যুর পর জিন ফাংশন কাজ করে, এমনকি খুব সক্রিয়ভাবেই কাজ করে বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা।