চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুশফিককে দেশের কথা ভাবতে বললেন বিসিবি সভাপতি

দেশের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যাবেন- এমন আশা নাজমুল হাসান পাপনের। শের-ই-বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বললেন, মুশফিকসহ বোর্ডের প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়কেই পাকিস্তানে খেলতে যাওয়া উচিত।

পাকিস্তানে কোনো সংস্করণেই খেলতে যাবেন না, ঘোষণাটা অনেক আগেই দিয়েছেন মুশফিক। দেশসেরা ব্যাটসম্যানকে ছাড়াই দল খেলে এসেছে টি-টুয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজের একটি ম্যাচ। একটি ওয়ানডে ও সিরিজের বাকি টেস্টটি খেলতে এপ্রিলে আবারও পাকিস্তান যাবে টাইগাররা। সেই বহরে মুশফিককেও দেখতে চান বিসিবি সভাপতি।

‘আমরা আশা করছি মুশফিক যাবে। শুধু সে না, প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। এটি আমি ব্যক্তিগভাবে মনে করি। প্রত্যেকের কাছেই নিজের কথা, পরিবারের কথা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে।’

‘সতীর্থদের কাছ থেকে শুনতে (পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে) পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে। তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। পাকিস্তান একটা ভিন্ন ইস্যু। আগে নিজে থেকেই মুশফিক বলেছে, কাউকে আমরা জোর করিনি। আমি মনে করি সবার সাথে কথাবার্তা বললে ওর যাওয়া উচিত।’