চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুলাদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হত্যার আসামির সাজা কমে যাবজ্জীবন

মুলাদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন রাড়ীকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহাগ রাড়ীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো: জাকির হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এই রায় দেন।

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। আর আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজালাল এবং জেল আপিলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে ব্যারিস্টার রিমি নাহরিন।

সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের প্রেক্ষাপটে ২০১০ সালে বরিশালের মুলাদী প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন রাড়ীকে হত্যা করা হয়। এঘটনায় করা মামলায় ২০১৬ সালে বিচারিক আদালত আলাউদ্দীন রাড়ী ও তার ছেলে সোহাগ রাড়ীকে মৃত্যুদণ্ড দেন। তবে আলাউদ্দীন রাড়ী কনডেম সেলে মারা যান। একপর্যায়ে এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। সেই ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্ট।