চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মুনতাকিমও মাকে ছেড়ে গেলো

রাজধানীর উত্তরার আলাউদ্দিন টাওয়ারে লিফট ছিঁড়ে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ৮ মাসের শিশু মুনতাকিম মারা গেছে। রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। মুনতাকিমের শরীরের ২৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

উত্তরায় ওই অগ্নিকান্ডে নিহত মাহমুদুল হাসানের পরিবারের তিন জনের মৃত্যু হলো। বেঁচে আছেন একমাত্র সদস্য মাহমুদুল হাসানের স্ত্রী। 
২৪ জুন শুক্রবার সন্ধ্যায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে বেইজমেন্টে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫
জনের। পরদিন ২৫ জুন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রপিক্যাল হোমস লিমিটেডের এজিএম মাহমুদুল হাসান (৩৬)।

৮ জুলাই মুনতাকিমের ১০ বছর বয়সী বোন মাইশা মারা যায়। দুর্ঘটনার সময় ২৪ জুন নিহত হয় ৫ জন। উত্তরার অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হলো।