চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মীর কাশেমের মৃত্যু পরোয়ানা জারি

একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেলের কসাই হিসেবে পরিচিতি পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর নামে জারি করা মৃত্যু
পরোয়ানা কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল-১।

সোমবার রাত আটটার দিকে এই পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে গ্রহণ করা হয় বলে জানা গেছে। সেখান থেকে তা গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়া হবে। এ কারাগারেই আটক রয়েছেন কাসেম আলী।

এর আগে মৃত্যুদণ্ডাদেশ বহাল
রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এ্যাটর্নি জেনারেল বলেছেন,
রায় প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে আসামীকে রিভিউ আবেদন করতে হবে।

চলতি বছরের ৮ মার্চ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের উপর রায় ঘোষণা করেন আপিল বিভাগ। এতে মুক্তিযোদ্ধা জসিম হত্যায় তার দণ্ড বহাল রাখা হয়। এর তিন মাসের মাথায় প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ৫ বিচারপতির সইয়ের পর তা প্রকাশ করা হয় ওয়েবসাইটে।

রায়ে আপিল বিভাগ প্রসিকিউশন এবং মীর কাসেম আলীর পক্ষে লবিষ্ট নিয়োগের বিষয়ে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল। রায় প্রকাশ হওয়ার পর আইনী প্রক্রিয়া সম্পর্কেও ব্যাখ্যা দেন তিনি।

আসামীপক্ষও তাদের অবস্থান জানিয়েছে। মীর কাসেম আলীর মামলায় রায়ের কপি বিকেলে ট্রাইব্যুনালে পাঠানো হয়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকসহ তিন বিচারপতির সইয়ের পর রেজিস্ট্রার মৃত্যু পরোয়ানা পাঠিয়ে দেন কেন্দ্রীয় কারাগারে। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এ সংক্রান্ত আদেশ।