চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমারে ভূমিধসে নিহত ১৭

প্রবল বৃষ্টিপাতে হওয়া ভূমিধসে মিয়ানমারের পূর্বাঞ্চলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে বহু মানুষ।

দেশটির প্রত্যন্ত এলাকা কায়াহ প্রদেশের একটি গ্রামে সোমবার বিকেলে ভূমিধস আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

ভূমিধসের ঘটনায় সাড়ে ৩শ’র বেশি অধিবাসীকে স্থানীয় স্কুল এবং হাসপাতালে খোলা আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই আশঙ্কা থেকেই স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

গত জুলাইয়ে মিয়ানমার বহু বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়, যার ফলে দেশব্যাপী ক্ষতিগ্রস্ত হয় ১৬ লাখের বেশি মানুষ।

মিয়ানমারে প্রতি বছর হওয়া এই মৌসুমী বৃষ্টিপাত কৃষকদের জন্য অপরিহার্য হলেও অনেক সময়ই তা প্রাণঘাতী রূপ নেয়। মৌসুমী বৃষ্টিপাতের ফলে দেশটিতে ভূমিধস এবং আকস্মিক বন্যা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।