চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মার্ভেল-সনির বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টম হল্যান্ড

মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্টের পথ দুদিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে স্পাইডারম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘স্পাইডারম্যান’ তারকা টম হল্যান্ড।

মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্টের আলাদা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কৌশলে উত্তর দেন টম হল্যান্ড। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সংলাপ বলেন তিনি। টম হল্যান্ড বলেন, ‘খুব কঠিন সপ্তাহ গেলো। আমি সবাইকে হৃদয় থেকে ভালোবাসি, লাভ ইউ ৩০০০।’

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবিতে টোনি স্টার্কের মেয়ে মর্গ্যানের বলা, ‘লাভ ইউ ৩০০০’ ডায়লগটি জনপ্রিয়তা পেয়েছে। এর অর্থ প্রথমে বোঝা না গেলেও এক ভক্ত এর রহস্য উৎঘাটন করেছেন। ২০০৮ সালের আয়রন ম্যান সিরিজ দিয়ে শুরু করে অ্যাভেঞ্জারস এন্ডগেম পর্যন্ত সব ছবির সময়কে একসাথে হিসাব করলে ৩০০০ মিনিট হয়।

হল্যান্ড আরও বলেন, ‘আমরা একসঙ্গে পাঁচটি দারুণ সিনেমা তৈরি করেছি। পাঁচটি সুন্দর বছর কেটেছে আমার জীবনের। ভবিষ্যতে কী আছে তা কে জানে? তবে আমি এতটুকুই জানি যে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করা ছাড়বো না। তবে স্পাইডারম্যানের ভবিষ্যতটা অন্যরকম হবে।’

গত সপ্তাহে স্পাইডারম্যান চরিত্রটি নিয়ে একটি প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ওয়ার্ল্ড ডিজনি মালিকানাধীন মার্ভেল স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট দুই প্রতিষ্ঠানই। ডিজনি চাইছে না স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো ছবিতেই প্রযোজক হিসেবে কেভিন ফাইগির নাম থাকুক। মূলত ছবিগুলোর লভ্যাংশ ভাগাভাগি নিয়েই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিজনির এমন সিদ্ধান্তে স্পাইডারম্যান সিরিজটি তো বন্ধ হচ্ছেই, মার্ভেলের অন্যান্য ছবিতেও থাকছে না চরিত্রটি। ফক্স নিউজ