চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মারা গেছেন ‘সুপারম্যান’ নির্মাতা ডোনার

সত্তর দশকের শেষে নির্মিত দর্শক নন্দিত হলিউড সিনেমা ‘সুপারম্যান’। ছবিটিকে বিবেচনা করা হয় আধুনিক ‍যুগের প্রথম সুপারহিরো ছবি হিসেবে! সোমবার এই বিখ্যাত ছবির নির্মাতা রিচার্ড ডোনার মারা গেছেন।

মৃত্যুকালে রিচার্ডের বয়স হয়েছিলো ৯১ বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ও প্রযোজক লুরেন শুলার। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, বিষয়টি এখনও নিশ্চিত করেনি তার পরিবার।

নির্মাতা পরিচয় ছাড়াও রিচার্ড ছিলেন দারুণ সব চলচ্চিত্রের প্রযোজক। ১৯৭৬ সালে ‘দ্য ওমেন’ দিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর ‘ফ্রি উইলি’ ও ‘দ্য লাস্ট বয়েস’ প্রযোজনা করেন ডোনার।

হলিউডের আরেক বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের লেখা গল্প থেকে ‘দ্য গোনিস’ নির্মাণ করেছিলেন ডোনার।

তার মৃত্যুতে শোক জানাচ্ছেন হলিউডের সহকর্মী থেকে শুরু করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য ‘সুপারম্যান’ ভক্ত অনুরাগীরা!