চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করা সেই সাংবাদিক জামিনে মুক্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক বিক্রেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় আটক হওয়া সাংবাদিক মাহাবুব সুলতান ৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার তিনি জামিনে মুক্তি পান।

এর আগে গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব সুলতানকে গত ১০ মে কোটালীপাড়া থানার ওসি গ্রেপ্তার করে একটি মারামারি মামলায় আটক করে জেল হাজতে পাঠান।

মাহাবুব বলেন, গত ৬ মে কোটালীপাড়া থানা পুলিশ কুর-পালা গ্রামের সাবেক চেয়ারম্যান মো, আজিজুল দাড়িয়ার ছেলে তোজাসহ ৭/৮ জন মাদক বিত্রেতাকে ইয়াবাসহ আটক করে। আটক তোজাকে একই গ্রামের বাসিন্দা মিজানসহ আরো কয়েকজনে মিলে টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে আনে।

‘‘আমার বড় ভাই অনামিকা সুলতান ওই ঘটনার প্রতিবাদ করে। এ নিয়ে থানার ওসির দালাল মিজান ও হাসানের সঙ্গে আমার বড় ভাইয়ের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে মিজান বাদী হয়ে আমার বড় ভাই অনামিকা সুলতান ও ডাবলু সুলতানকে আসামি করে থানায় একটি মারামারি মামলা করে। পুলিশ এ দিন রাতেই আমার ভাই অনামিকা সুলতানকে আটক করে থানায় নিয়ে মারপিট করে’’, বলেন মাহাবুব সুলতান।

গত ১০ মে শুক্রবার জুমার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।