চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাকে ফেরত পাঠিয়ে শিশুটিকে রেখে দিলো

প্লেনেই শিশুর জন্ম দেয়া সেই মাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হলো তার সন্তান ছাড়াই। তার বিরুদ্ধে অভিযোগ ওই নারী নিজের সন্তানের কথা লুকিয়েছিলো শুধুমাত্র আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য।

গত ৭ অক্টোবর চীনের তাইপেই থেকে লস এঞ্জেলসে যাওয়ার পথে প্লেনে একটি সুস্থ সন্তানের জন্ম দেন জিয়েন।

হৃদয় ছোঁয়া একটি ভিডিওতে দেখা যায় প্লেনের কর্মীরা সন্তান জন্মদানে সাহায্যকারী হিসেবে কাজ করছে। কিন্তু এখন মা ও শিশুকে আলাদা করে ফেলা হয়েছে।

জিয়েন কে সেখান থেকে ফেরত পাঠানো হলেও তার কয়েকদিন বয়সী শিশুসন্তানকে আমেরিকাতেই রেখে দেওয়া হয়।

তাইওয়ানের এক নেতা বলেন, জিয়েন প্লেনে উঠার আগে তার সন্তানের কথা গোপন করেছিলো যেন সে আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দিতে পারে। তার সন্তান জন্মসূত্রে আমেরিকার পাসপোর্ট পাক সেটাই চেয়েছিলো সে।

প্লেনে যারা শিশুটির জন্মদানে সাহায্য করেছিলো তাদের একজন লুসিয়েন চেন তার ফেসবুক পোস্টে লিখেন, যখন জিয়েনের পানি ভাঙা শুরু হলো এবং তার প্রসববেদনা উঠলো সে তখন বার বার প্রশ্ন করছিলো, আমরা কি আমেরিকার আকাশসীমায় পৌঁছেছি?

চীনের বিমান নীতি অনুসারে ৩২ সপ্তাহের বেশি কোনো সন্তানসম্ভবা নারী আকাশপথে ভ্রমণ করতে পারবে না ডাক্তারের অনুমতি ছাড়া।

তবে এই ঘটনা সারাবিশ্বেই বেশ উত্তাপ ছড়াচ্ছে ডাবল নাগরিকত্ব পাওয়ার জন্য এভাবে ভ্রমণের বিষয়টি নিয়ে।