চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মহিলা সিটে বসলে পুরুষদের জেল-জরিমানা

গণপরিবহনে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো পুরুষ যাত্রী বসলে এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও দুই গাড়ি পাল্লা দিয়ে কোন দুর্ঘটনা ঘটালে ৩ বছর কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা গুণতে হবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই আইনের খসড়া অনুমোদন দেয়া হয়।

খসড়া আইনে আরো বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। লাইসেন্সের জন্য ২৫টি অনুশাসন রাখা হয়েছে। দুর্ঘটনার ক্ষেত্রে বাংলাদেশ দণ্ড বিধি কার্যকর হবে।

আইনের খসড়ায় এই প্রথম চালকদের জন্য নম্বরভিত্তিক লাইসেন্স দেয়ার কথা বলা হয়েছে। নম্বর কমতে কমতে নীল হলে তার লাইসেন্স বাতিল করা হবে। আর লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল এবং জাল লাইসেন্স ব্যবহার করলে ২ বছর জেল ও ৩ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মোবাইল ফোন ব্যবহার করলে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

বৈঠকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন আইন ২০১৭ এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/tXza9MuSYIY