চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মহাত্মা গান্ধীর জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যার ভজন

ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত মোহনচাঁদ করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মদিন আজ। মহাত্মা গান্ধীর জন্মদিনে এবার তার প্রিয় ভজন পরিবেশন করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আর গান্ধীর আদর্শ ও শিক্ষা সারাবিশ্বের মানব সমাজের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ও অহিংস আন্দোলনের পথিকৃত মহাত্মা গান্ধী। তার ১৫০তম জন্মদিন উদযাপনে তাঁর প্রিয় ভজন পরিবেশনের আয়োজন করে ভারতীয় হাই কমিশনে।

প্রতিবছর জন্মদিনে খ্যাতিমান একজন শিল্পীর কণ্ঠে ধারণ করে মহাত্মা গান্ধীর প্রিয় ভজন প্রচার করা হয়। এবার ভজন পরিবেশনের সেই সম্মাননায় ভূষিত হয়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এর আগে লতা মুঙ্গেশকর, আশা ভোসলেসহ বিশ্বের খ্যাতিমান সঙ্গীতশিল্পীরা তাদের কণ্ঠে এই ভজন ধারণ করেছেন।

গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে গান্ধীর প্রিয় সেই ভজন পরিবেশন করেন তিনি।

এসময় গান্ধীর আদর্শ অনুসরণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন ভারতীয় হাই কমিশনার।
হর্ষ বর্ধন শ্রীংলা।

জন্মদিন উদযাপনকে ঘিরে এদিন স্মারক ডাকটিকিটও অবমুক্ত করা হয়।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: