চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মগবাজারে কাজে আসছে না মশক নিধন কার্যক্রম

রাজধানীর মগবাজার এবং আশপাশের এলাকায় মশা নিধনের যে কার্যক্রম চলছে তা কাজে আসছে না, বলছেন স্থানীয়রা। ওয়ার্ড কাউন্সিলর বলেন, তারা মশা নিধনে সর্বাত্মক কাজ চালাচ্ছেন। এখন তার এলাকায় ১৫ শতাংশ মশা রয়েছে।

রাজধানীতে দীর্ঘদিন ধরে ডেঙ্গুর প্রকোপ যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি তার মধ্যে মগবাজার একটি।

মশা নিধনের জন্য মগবাজারে বিভিন্ন কার্যক্রম নেয়া হলেও বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এখনও সেখানে রাস্তার পাশে জমে থাকা পানিতে মশা এবং লার্ভা রয়েছে। আর বিভিন্ন বাড়ির ভেতরেও জমে থাকা পানিতে মশা জন্ম নিচ্ছে।

মগবাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর এলাকা। এ এলাকার কাউন্সিলর মোক্তার সরদার বলেন, বেশ কিছুদিন তারা মশা নিধনের ওষুধ পাননি। তবে এখন সব সময়ই কাজ করছেন।

ওয়ার্ড কাউন্সিলর এবং বাসিন্দারা বলেন, সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা এবং সবাই সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে মশক নিধনে সফলতা আসবে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: