চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন ভ্যাট আইন ছাড়াও রাজস্ব আয়ের লক্ষ্য অর্জিত হবে: এনবিআর চেয়ারম্যান

নতুন ভ্যাট আইন কার্যকর না হলেও ২ লাখ ৪৮ হাজার ১’শ ৯০ কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য অর্জিত হবে বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বিদ্যমান ভ্যাট আইন ব্যবসায়ীদের আস্থা বাড়াবে, এতে অর্থনীতি বেগবান হবে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি একমত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে। তিনি বিশ্বাস করেন, তাদের দাবির প্রতি সরকার যে সম্মান দেখিয়েছে তার প্রতিদান দেবেন ব্যবসায়ীরা।

বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল-২০১৭। আর বৃহস্পতিবার সর্বসম্মতভাবে পাস হয়েছে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২’শ ৬৬ কোটি টাকার বাজেট। শনিবার ১লা জুলাই থেকে কার্যকর হচ্ছে এই বাজেট। এই যে বিশাল ব্যয় পরিকল্পনা তাতে আয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। এর ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা আহরণ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এত বড় লক্ষ্য অর্জনে বড় অস্ত্র হবে নতুন ভ্যাট আইন, বাজেট বক্তৃতায় বলেছিলেন অর্থমন্ত্রী। তবে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের চাপে নতি স্বীকার করেছে সরকার, সাথে আছে ভোটের সমীকরণ। কাজেই ৬৮ হাজার ৬৭৫ কোটির জায়গায় রাজস্ব আহরণের সবচে বড় খাত মূসক থেকে ৯১ হাজার ২৫৪ কোটি আহরণ নিয়েও তৈরি হয়েছে সংশয়।

ব্যবসায়ী, উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি অবশ্য নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় খুশি। তবে রাজস্ব আহরণে এনবিআরএর সঙ্গে অংশীদারিত্ব থাকবে, প্রতিশ্রুতি তার।

বাজেটের আরেক আলোচিত বিষয় ছিলো ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক হার বৃদ্ধি। জনরোষ দেখে এটাও কমিয়েছেন অর্থমন্ত্রী। আবগারী শুল্ক থেকে ১৬’শ কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা আছে বাজেটে।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: