চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট সংক্রান্ত অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত: ওবায়দুল কাদের

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপ সংক্রান্ত অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, এটা সরকারের বক্তব্য নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য অফিসার মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এরআগে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভ্যাটের আওতায় আনার কোন চিন্তা সরকারের নাই বলে একনেকের বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দৈনিক পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহীদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ভ্যাট বসানো হবে বলে জানান।

সেসময় আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন: ‘যে কোন মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কীভাবে তা আদায় করবে, সেটা তাদের বিষয়। সেই কর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, না শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করবে তা কর্তৃপক্ষ দেখবে। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।’