চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভ্যাকসিন পেলেন আরও ৪৫ হাজারের অধিক মানুষ

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ৪৫ হাজার ১১৮ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩৫৬ জনকে। ফাইজারের ৫ হাজার ৯২৫ ডোজ (প্রথম ডোজ)। সিনোফার্মের দেয়া হয়েছে ৩৮ হাজার ৮৩৭ ডোজ (প্রথম ডোজ)।

এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৪২ লাখ ৯৪ হাজার ৯১১ জন। এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৫৯ লাখ ৯৮ হাজার ২৩৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: শনিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৮৭ লাখ ৮৩ হাজার ৭১২ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।