চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবর্তন

ভিয়েতনামে কাজের সন্ধানে এসে আটকে পড়া ১০৭ জন বাংলাদেশী শ্রমিক এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া ৫ জন নাগরিককে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ঢাকা পৌঁছেছে।

বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের-এর সহযোগিতায় – বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম এই বিশেষ বিমানটির মাধ্যমে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবসান-এর আয়োজন করে।

বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম-এর বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পূণ:রুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং ‘exit permit’ প্রদান করে। ভিয়েতনাম সরকারের সাহায্য ও সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস হ্যানয়- ভিয়েতনামে আসা আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের অনুমতি সংগ্রহ করে।

উল্লেখ্য যে, মহামারীর জন্য ভিয়েতনাম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছে।

ভিয়েতনামে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ্ সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়-এর কর্মকর্তাবৃন্দ অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবসনরত বাংলাদেশীদের বিদায় জানান।