চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিসিকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণ দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলনের সাথে একত্ম হয়ে ভিসির পদত্যাগের জন্য শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আল্টিমেটাম না মানা হলে রোববার থেকে কঠোর আন্দোলনের যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষর্থীরা।

ভিসির অপসারণ দাবিতে প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি দিচ্ছেন আন্দোলনকারীরা। প্রতিবাদ সমাবেশ, র‌্যালি, কালোব্যাজ ধারণের পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশন করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ।

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা ভিসির পদত্যাগের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

ভিসির অপসারণ দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলন চলছে ৫ মাস ধরেই। রোববার আন্দোলনকারী শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পর আন্দোলন আরো জোরদার হয়ে উঠে।