চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভালো নেই চরিত্র পাল্টে দেয়ার কারিগর আব্দুর রহমান

অন্য পেশায় যাওয়ার সুযোগ থাকলেও মুগ্ধতা থেকেই মেকাপ আর্টিস্ট হয়েছিলেন আব্দুল রহমান। মেকাপ আর্টিস্ট হিসেবে দাপটের সঙ্গে কাজ করেছেন থিয়েটার ও সিনেমায়। কাজ করেছেন এজে মিন্টু, নারায়ণ ঘোষ মিতা, এফ আই মানিক, সোহানুর রহমান সোহান, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, হুমায়ূন আহমেদ, মাসুদ পথিক এবং সর্বশেষ ফাখরুল ইসলাম পরিচালিত ‘ভুবন মাঝি’ ছবিতেও। মেকাপ আর্টিস্ট হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। বাংলা চলচ্চিত্রে এমন কোনো নায়ক, নায়িকা খুঁজে পাওয়া যাবে না যিনি আব্দুর রহমানের মেকাপ নেননি। অথচ হঠাৎ স্ট্রোক করে এই প্রবীণ অভিনেতা এখন ঘরবন্দি। তারউপর পরিবার নেই, তরুণ বয়সে বিয়েও করেননি যে কেউ তাকে দেখবে। বর্তমানে কিছু তরুণ ফিল্মমেকারাই তার ভরসা। তবে আপাতত তার উপযুক্ত চিকিৎসা প্রয়োজন, যার জন্য লাগবে পর্যাপ্ত অর্থ। বিভিন্ন চলচ্চিত্র সংগঠন ও সরকারের কাছে তাই আব্দুর রহমানের আর্জি, যেনো এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ান চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা-