চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারি বৃষ্টিতে রাঙ্গামাটিতে আবারও পাহাড় ধসের শঙ্কা

ভারি বৃষ্টিতে রাঙ্গামাটিতে আবারও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। শহরের ৩৩টি এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সেখানে বসবাসকারীদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।

২০১৭ সালের ১৩ জুন ভায়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটিতে উদ্ধারকারী সেনা সদস্যসহ ১শ’ ২০ জন প্রাণ হারান। এরপর ২০১৮ সালে ১১ এবং ২০১৯ এ ৭ জন মারা যান। প্রতিবছর প্রাণহানির ঘটনা ঘটলেও পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস থামছে না।

এবারের বর্ষায়ও ভারি বৃষ্টিতে পাহাড়ধসের চোখ রাঙানি এখানকার বাসিন্দাদের সামনে। এমনটাই বলছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি স্থাপন না করতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

পাহাড়কাটা রোধ ও অবৈধ স্থাপনা বন্ধে কঠোর পদক্ষেপ চান এলাকাবাসী।