চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত সফরের দলেও নেই রুমানা

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের পাটনায় চার দলের টুর্নামেন্টে অংশ নেবে টিম টাইগ্রেস। হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় খেলতে পারছেন না দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদ।

সোমবার ভারত সফরের দল ঘোষণা করেছে বিসিবি। ১৮ সদস্যের দলে নেই রুমানা। সবশেষ সাউথ এশিয়ান গেমসেও তিনি খেলতে পারেননি চোটের কারণে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

হাঁটুর ইনজুরির কারণে গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারেননি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রুমানা। পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যথা বাড়ায় তাকে রাখা হয়নি এসএ গেমসের স্কোয়াডে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা রুমানার মাঠে ফিরতে লাগবে আরও কয়েকদিন।

সালমা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার পাটনার উদ্দেশে ঢাকা ছাড়বে নারী দল। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে ২৩ জানুয়ারি। ভারতের ‘এ’ ও ‘বি’ দল ছাড়াও আসরের অপর দেশ থাইল্যান্ড।

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।