চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-পাকিস্তান ‘উত্তাপের’ ফাইনাল

লন্ডন, ওভাল থেকে: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে রাজনৈতিক উত্তাপ লেগেই থাকে। এক সময় ক্রিকেট মাঠেও উত্তাপ ছড়াত। কিন্তু দুদল তো আইসিসির কোন ইভেন্ট ছাড়া মুখোমুখিই হওয়ার সুযোগ পায় না। চ্যাম্পিয়ন্স ট্রফির সুবাদে অল্প কদিনের মধ্যেই দ্বিতীয়বার দেখা হচ্ছে সেই ভারত-পাকিস্তানের, সেটিও আবার ফাইনালের ‘উত্তাপে’ ঘেরা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার মঞ্চে রোববার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। লন্ডনের ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ভারত অনায়াসে জয় পেলেও ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি দিয়েছে দুই দলই।

বৈশ্বিক ওয়ানডে ক্রিকেটের আসরের ফাইনালে উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বিতার আমেজ। অল-এশিয়ান ফাইনালে মুখোমুখি দুই জবরদস্ত প্রতিদ্বন্দ্বী। তাতে চ্যাম্পিয়ন ভারতের শিরোপা ধরে রাখার মিশনে সর্বশেষ বাঁধা এবারের তারুণ্যের চমকে চমকিত দল পাকিস্তান।

ফাইনালের আগের দিন ওভাল মাঠে ফটোসেশনে দুই অধিনায়ক ট্রফি ভাগাভাগি করে ছবি তুললেও রোববারের লড়াই শেষে এক নেতাকে ট্রফির দাবী ছেড়ে দিতেই হবে।

বিশ্বকাপের আসরে ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার নজীর খুবই কম। ২০০৭’র টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম আইসিসি’র আসরে আবার দেখা পাক-ভারতের। সেবার জিতেছিল ভারত, এবার শেষ হাসি কে হাসবে? ফেভারিট হিসাবে শুরু করা ভারতীয় অধিনায়ক তারুণ্য’র জয়গান গাওয়া পাকিস্তানকে সমীহ করছেন।

ভারত-পাকিস্তান ম্যাচের চাপ এড়ানোর কৌশল, কিংবা নিজে কিভাবে বিপর্যয়ে ঠাণ্ডা মাথায় রুখে দাঁড়াতে পারেন তারও ব্যাখ্যা দিলেন কোহলি।

অন্যদিকে ভারতের কাছে ১২৪ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান এবারের আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’। সাউথ আফ্রিকা, শ্রীলংকা ও ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের ফাইনালে ওঠা নিয়ে সাবেক অধিনায়ক আমির সোহেলের ব্যাঙ্গ’র জবাব দিয়েছেন কাপ্তান সরফরাজ আহমেদও।

ইনজুরি কাটিয়ে ফাইনালে ফিরছেন পাক দলের পেস ডিপার্টমেন্টের তুরুপের তাস মোহাম্মদ আমির। আমির’কে পেয়ে আগ্রাসী ক্রিকেট খেলার প্রতিশ্রুতি পাকিস্তানের।

এদিন অবশ্য আরো একটি ভারত-পাক লড়াই হচ্ছে লন্ডনেই। ওভালে ক্রিকেট যুদ্ধ শুরুর ঘণ্টা তিনেকের মধ্যেই লন্ডনে ওয়ার্ল্ড হকি লিগে ভারত-পাকিস্তান খেলবে সেমিফাইনাল ম্যাচ।