চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন: মোমেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুখবর নিয়ে আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে কি সেই সুখবর? তা এখনই না বলে ‘সারপ্রাইজ’ হিসেবে রেখেছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাংবাদিকদের অনানুষ্ঠানিক মতবিনিময়ের সময় তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফরে তিস্তার পানি বন্টন, বর্ডার কিলিং এবং ব্যবসায়ীক বিষয় নিয়ে আলোচনা হবে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে সেখানে অবস্থানরত ভারতীয় কমিউনিটি সুপারিশ করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সরকারও এটি নিয়ে কাজ করছে জানিয়ে মোমেন বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আশাবাদী কিন্তু এখনো কনভিন্স করা সম্ভব হয়নি।’

বাংলাদেশের যুদ্ধবিরোধী অবস্থান আরও একবার স্পষ্ট করে এদিন তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ বন্ধে ডায়ালগে উৎসাহ দিবে। কেননা যুদ্ধের কারণে দেশে দেশে প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করা যায় না বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

দুই দিনের সফরে আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।