চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ১২

ভারতের ছত্তিশগড়ের শুকমায় মাওবাদীদের হামলায় ভরতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২ জন সদস্য নিহত হয়েছেন। এ  হামলায় আরও ৫ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্ফোরণে আহত সিআরপিএফ সদস্যদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য  নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে কোবরা সদস্যদের  নিরাপত্তার জন্য প্রেরণ করা হয়েছে।

হত্যার দায় স্বীকার করে  মাওবাদীরা জানায়: হত্যার পর তারা সেন্ট্রাল রিজার্ভ পুলিশের কাছে থাকা ১০ টি বন্দুক এবং রেডিও সেট ছিনিয়ে নিয়েছে।

আইইডি বিস্ফোরণের সময় সিআরপিএফ সদস্যদের একটি দল নির্মানাধীন একটি রাস্তার নিরাপত্তায় নিয়োজিত ছিল।

এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, ‘যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।’

একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  এ ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সুকমা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

আরেকটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী  নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।