চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের অক্সিজেন এক্সপ্রেস দ্বিতীয়বার বাংলাদেশে

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দ্বিতীয়বারের মতো অক্সিজেন নিয়ে বাংলাদেশে এসেছে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। ট্রেনটি ১০টি কন্টেইনারে মোট ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে দুপুরে পৌঁছায়।

কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (কনকর) এজেন্সি পার্টনার টিসিআই বাংলাদেশ লিমিটেড এবং তার সহযোগী প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনাল, বাংলাদেশে এই ক্রিটিকাল শিপমেন্টটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ডেলিভালী কার্যক্রম পরিচালনা করবে আজ।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আমদানিকৃত অক্সিজেন শুল্কায়ন কার্যক্রম ও দ্রুত ছাড় করানোর জন্য একটি টিম কাজ করছে। অগ্রাধিকার ভিত্তিতে অক্সিজেনের শুল্কায়ন করা হয়।

গত ২৪ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে আসে।

করোনায় বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। বর্তমানে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।