চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রেক্সিট ইস্যুতে জনসনের সিদ্ধান্তের প্রতিবাদে অ্যাম্বার রাডের পদত্যাগ

যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিষয়ক সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাম্বার রাড। শনিবার তিনি পদত্যাগপত্রের সঙ্গে কনজার্ভেটিভ দলের এমপি হিসেবে নিজের হুইপটিও জমা দিয়ে দেন।

পদত্যাগের কারণ হিসেবে অ্যাম্বার জানান, প্রধানমন্ত্রী বরিস জনসন মধ্যপন্থি কনজার্ভেটিভদের চুক্তিবিহীন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেয়ার কারণে একে একে পার্লামেন্ট থেকে বহিস্কার করে দেবেন আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এটি সম্ভব নয়।

ক্ষোভ প্রকাশ করে অ্যাম্বার রাড বলেন, চুক্তিসহ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করাটা এখন আর সরকারের ‘মূল উদ্দেশ্য’ বলে তিনি বিশ্বাস করেন না।

মোট ২১ জন টোরি এমপি সরকারকে ব্রেক্সিট ইস্যুতে হারাতে গত মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে ভোটাভুটিতে বিরোধী দলের এমপিদের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রীও ছিলেন।

ওইদিনই তাদেরকে সংসদীয় দল থেকে বহিস্কার করে তাদের হুইপ ফিরিয়ে নেয়া হয়।

এর প্রতিবাদ করে অ্যাম্বার বলেন, ওই ২১ টোরি এমপি’কে বহিস্কারের ঘটনা ‘সভ্যতা ও গণতন্ত্রের ওপর আঘাত’।

ব্রিটিশ সরকার এমন একজন প্রতিভাধর মন্ত্রীর পদত্যাগে ‘হতাশ’ বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।