চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রিটেনের নির্বাচনে ১০ ভারতীয় এবং ৯ পাকিস্তানি নির্বাচিত

ব্রিটেনের ৫৬তম সাধারণ নির্বাচনে ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি এমপি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের ফল ঘোষিত হয় শুক্রবার। ব্রিট্রিশ-বাংলাদেশী মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন নির্বাচিত হন।

৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করে ২০১০ সালের আট জনের রেকর্ড ভেঙে এবার ১০ জন ব্রিটিশ-ভারতীয় নির্বাচিত হন।নির্বাচিতরা হলেন কনজারভেটিভ পার্টি থেকে কেথ ভাস, প্রীতি প্যাটেল, ভিরেন্দার শর্মা ও সুয়েলা ফার্নান্দেজ। লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, ভ্যালেরি ভাজেলসো, সীমা মালহোত্রা, ঋষি শানাক লিসা নন্দী। অন্য বিজয়ীরা হলেন, অলক শর্মা, সাইলেস ভারা।

নির্বাচিত ৯ ব্রিটিশ পাকিস্তানিরা হলেন সাবেক টিভি উপস্থাপিকা তাসমিনা শেখ স্কটিশ পার্টি থেকে পুননির্বাচিত হয়েছেন। লেবার পার্টি থেকে জিতেছেন ইয়াসমিন কুরাইশি, নাজ শাহ, সাদিক খান ও ইমরান হোসাইন। কনজারভেটিভ পার্টি থেকে শাহাবান মেহমুদ, খালিদ মেহমুদ, নুশরাত ঘানি ও সাজিদ জাভেদ।