চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রিটনির কনসার্টের জন্য পিছিয়েছে নির্বাচন!

ভাবা যায়! অবিশ্বাস্যই মনে হবে! ‘প্রিন্সেস অব পপ’ ব্রিটনি স্পিয়ার্স যেন রীতিমত একটা যুদ্ধই পিছিয়ে দিলেন। আর তার সঙ্গীতের যাদুতে রচিত হল মৈত্রীর আহ্বান। কেবল তার জন্য এবার পেছানো হচ্ছে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের তারিখ।

এ বছর ৩ জুলাই ইসরাইলের তেল আবিবের একটি পার্কে কনসার্ট করার কথা ব্রিটনির। আগে থেকেই সে শিডিউল চূড়ান্ত হয়ে আছে। কিন্তু খেয়ালবশত একই দিনে দেশটির শ্রমিক সংগঠকদের নির্বাচনের তারিখ পড়ে যায়। আর এই কনসার্টের কারণে নির্বাচনের তারিখ এক দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলের রাজনীতিবিদ ও প্রাক্তণ প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেজ বলেন, ‘আমরা নির্বাচনকে একদিন পিছিয়ে ৪ জুলাই করছি। কনসার্টের কারণে রাস্তায় ট্রাফিকের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত হয়েছে। আর নির্বাচনের কারণে কনসার্টে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী পাওয়া নাও যেতে পারে।’

বিশ্বব্যাপী ব্রিটনির জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে, সেটাই প্রমাণ হলো আবার। রাজত্ব এখনো টিকিয়ে রেখেছেন এই গায়িকা-অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস।