চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও মেয়েদের হার

ঘুরেফিরে সেই পুরনো গল্প। নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে মেয়েদের বাজে ব্যাটিং। টি-টুয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে একটিতেও ৮০’র বেশি রান করতে পারলেন না মেয়েরা। সাউথ আফ্রিকাকে ১০৯ রানে আটকে রেখেও শেষ ম্যাচে হারতে হয়েছে ৩০ রানে।

বাংলাদেশ এদিন টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান তোলে সাউথ আফ্রিকা। সালমা খাতুন ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই উইকেট খাদিজা তুল কুবরার। একটি করে শিকার রুমানা আহমেদ এবং নাদিয়া আকতারের।

জবাব দিতে নেমে বাংলাদেশ চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায়। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ৫ উইকেটে ৭৯ রান তুলতে শেষ হয়ে যায় নির্ধারিত ওভার। রুমানা আহমেদ ৪০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নেমে ১৯ রান করেন ফারজানা হক।