চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যবস্থা নিতে না পারলে একঘরে হও: পাকিস্তান সেনাবাহিনীকে সরকার

অব্যাহত আন্তর্জাতিক চাপের মুখে সন্ত্রাস ইস্যুতে সেনাবাহিনীকে সতর্ক করলো
সেদেশের সরকার, বিরোধী দলসহ বেসামরিক পক্ষ। সেনাবাহিনীকে হুঁশিয়ার করে বলা
হয়েছে, সন্ত্রাসীদের
বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে হবে।

গত সোমবার
পাকিস্তানের সব রাজনৈতিক দলের যৌথ আলোচনার পর অন্তত দুটি বিষয়ে একমত হয়েছে
সেনাবাহিনী। দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনি ‘ডন’র এক বিশেষ
প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা গুরুত্বপূর্ণ বৈঠকে
উপস্থিত একাধিক ব্যক্তির সাথে কথোপকথনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে
ডন।

প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে প্রস্তাব হিসেবে গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) ডিজি ও জাতীয় নিরাপত্তাবাহিনীর উপদেষ্টা নাসের জানুজা মিলে দেশের চারটি প্রদেশে নিযুক্ত আইএসআই’র প্রাদেশিক সেক্টর কমান্ডারদের সাথে দেখা করবেন।

এই দেখা করার গুরুত্বের বিচারে বলা হয়েছে, এই প্রদেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনী যদি জঙ্গি গ্রুপগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে সেনাবাহিনী নেতৃত্বাধীন গোয়েন্দাবাহিনী তাতে হস্তক্ষেপ করবে না। এই ব্যবস্থার আওতায় সেটা নিষিদ্ধ বা অন্য কোনো পদক্ষেপও হতে পারে। এই কাজের অংশ হিসেবে অান্ত-প্রাদেশিক সফরে এরই মধ্যে লাহোর গেছেন জেনারেল আখতার।

দ্বিতীয় একমতের বিষয় হলো, ভারতের পাঠানকোট হামলা ও মুম্বাই হামলার সংক্রান্ত তদন্তগুলো সরাসরি তত্ত্বাবধায়ন করবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আর সেটি হবে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী কোর্টে।

এই সিদ্ধান্তগুলো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ (নওয়াজ শরীফের ভাই) এবং আইএসআইয়ের মহাপরিচালকের মধ্যে একটি মৌখিক সম্মতির ভিত্তিতে পরিচালিত হবে। এটাকে পিএমএল-এন সরকার দ্বারা একটি নতুন পদ্ধতির ইঙ্গিত বলে মনে হচ্ছে।