চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেলকে চায় ম্যানইউ

রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাদ্রিদ থেকে তাকে বিক্রি করার কোনো ধরণের ইঙ্গিত নেই। খবর ইএসপিএন ফুটবলের।

বিদায়ী মৌসুমে বেল ভালোভাবেই নিজেকে চিনিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অবিশ্বাস্য এক গোল করার পর দূরপাল্লার একটি শটে ব্যবধান বাড়ান।

ইএসপিএনের দাবি, বেলের এজেন্ট ম্যানইউর কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর বেল একাদশে জায়গা পাওয়া নিয়ে নিজের হতাশার কথা জানান। আগেও কয়েক ম্যাচে প্রথমার্ধে না নেমে দ্বিতীয়ার্ধে খেলতে হয়েছে তাকে। এর মধ্যে লিগে শেষ চার ম্যাচে গোল করেন।

জিদান রিয়ালের দায়িত্ব ছাড়ার পর বেল থেকে যাওয়ার চিন্তা করছেন। তবে শর্ত আছে। সামনের মৌসুমে বেশি বেশি মাঠে নামার প্রতিশ্রুতি পেলেই থাকবেন। ২০২২ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি তার।

এর আগে রিয়াল থেকে ২০১৪ সালে ডি মারিয়াকে নিয়ে আসে ম্যান ইউ।