চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বুফনের কীর্তির দিন গোলে রাঙালেন রোনালদো

এক মৌসুম বাদে আবারও জুভেন্টাসের গোলবারের নিচে জিয়ানলুইজি বুফন। নেমেই গড়ে ফেললেন অসাধারণ কীর্তি। হয়ে গেলেন ‘ডিরি আ’ ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়। কিংবদন্তি এই গোলরক্ষকের কীর্তি বিফলে যায়নি। দিনটাকে রাঙিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার গোলে স্পালকে ২-০তে হারিয়েছে জুভরা।

সিরি আ’তে ইতালিয়ানদের মধ্যে এর আগে রেকর্ডটি ছিল পাওলো মালদিনির। সর্বোচ্চ ৯০২ ম্যাচ খেলেছেন এসি মিলানের কিংবদন্তি সাবেক ডিফেন্ডার। এক মৌসুম আগে পিএসজিতে পাড়ি জমানোয় সেই রেকর্ড ভাঙা হয়নি বুফনের।

বিরতি দিয়ে ফিরে জুভেন্টাসের হয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না এ গোলরক্ষক। স্পালের হয়ে অবশেষে তাকে সুযোগ দেয়া হয়। নেমেই গড়লেন সর্বোচ্চ ৯০৩ ম্যাচ খেলার রেকর্ড।

রেকর্ডের দিনে ‘ক্লিনশিট’ রেখেছেন বুফন। স্পালের খেলোয়াড়দের গোল করার কোনো সুযোগই দেননি। বরং ৪৫ মিনিটে মিরালেম পিয়ানিচের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্টাস।

৭৮ মিনিটে ব্যবধান বাড়ান রোনালদো। পাওলো দিবালার ক্রসে হেড করে দলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।