চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিসিএলের চতুর্থ রাউন্ড ১০ এপ্রিল

তিন রাউন্ড শেষে পড়েছিল লম্বা বিরতি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় বন্ধ ছিল বিসিএল। প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে ৫ এপ্রিল। আর ১০ এপ্রিল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড। চার দলের মধ্যে ছয় রাউন্ডের আসরটির পর্দা নামবে ২৭ এপ্রিল।

প্রিমিয়ার লিগের বিরতি পড়ার আগে প্রতিটি দলই একবার করে মুখোমুখি হয়েছে অন্য দলগুলোর সঙ্গে। ডাবল লিগ পদ্ধতিতে বিসিএল হওয়ায় এবার আরও একবার করে মুখোমুখি হওয়ার পালা চার দলের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

লংগার ভার্সন ক্রিকেটে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একমাত্র আসরটির শেষ তিন রাউন্ডের সূচিও প্রকাশ করেছে বিসিবি। ১০-১৩ এপ্রিল সিলেটে লড়বে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। একই তারিখে বগুড়ায় সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন।

পঞ্চম রাউন্ড ১৭-২০ এপ্রিল, বগুড়ায়; লড়বে ইস্ট জোন ও নর্থ জোন। রাজশাহীতে অপর ম্যাচে সাউথ জোন খেলবে সেন্ট্রাল জোনের বিপক্ষে।

ষষ্ঠ ও শেষ রাউন্ড ২৪-২৭ এপ্রিল। খুলনায় মুখোমুখি হবে নর্থ-সাউথ। আর রাজশাহীতে লড়বে ইস্ট-সেন্ট্রাল।

তিন রাউন্ড শেষে নর্থ জোন ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্ট জোন। সাউথ জোন ২৬ ও সেন্ট্রাল জোনের পয়েন্ট ১৯।