চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বজুড়ে হোয়াটস অ্যাপে সমস্যা

বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল ম্যাসেজিং অ্যাপ ‘ হোয়াটস অ্যাপ’ চ্যাটিংয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এ ত্রুটির কথা জানিয়েছেন। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ভার্সন থেকেই এ সমস্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর সার্ভার ডাউন হয়েছে।

অনেকেই বলছেন, অতি শিগগিরইই শেষ হতে যাচ্ছে হোয়াটস অ্যাপে তথ্য আদান প্রদান। আইফোনের বিভিন্ন ভার্সন থেকে পরীক্ষা করে দেখা গেছে, অনেক ব্যবহারকারীই ওয়েবসাইট ডাউন হওয়ার ফলে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।

এমনকি বার্তা পাঠানোর ক্ষেত্রে ব্যবহারকারীরা সঠিক সময়ে প্রেরকের কাছে বার্তা পাঠাতে ব্যর্থ হয়েছে এবং অ্যাপসটি অতিরিক্ত লোড ও নিতে পারেছে না। অ্যাপটির মোবাইল এবং ওয়েব দুটি ভার্সনই রয়েছে।

তবে এই ডাউন সব ব্যবহারকারীর সাথেই একযোগে ঘটছে না। কিন্তু এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ তাদের অফিশিয়াল টুইটার পেইজে এখনো কিছু জানায় নি।

এমনকি ২০১৬ সালের পর এর টুইটারে নতুন কোন আপডেটই পোস্ট করা হয় নি। এর আগে ২০১৪ সালে ফেসবুক ১৯ বিলিয়ন ডলারের বিশাল অঙ্ক ব্যয়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়ার ঘোষণা দেয়।