চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বকাপের শুরুতে রোনালদোর জন্য সুসংবাদ

জেল-জরিমানায় রফা কর ফাঁকির মামলা

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে মাঠে নামার কয়েকঘণ্টা আগে একটি সুসংবাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই বছর ধরে চলা কর ফাঁকির মামলায় একটা দফারফা হয়েছে তার। বিচার প্রক্রিয়া শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন সিআর সেভেন ও স্পেনের আয়কর বিভাগের সরকারি কৌসুলিরা। রফা অনুযায়ী দুবছরের জেল ও জরিমানা মেনে নিয়েছেন রোনালদো।

দুবছরের জেল মেনে নিলেও রোনালদোকে সশরীরে কারাবরণ করতে হবে না। কারণ দেশটির আইনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া প্রথমবার কেউ ২৫ মাস বা কম সাজা পেলে তাকে জেলে যেতে হয় না। এজন্য অবশ্য কর, জরিমানা এবং সুদ বাবদ ১৮.৮ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে পর্তুগিজ অধিনায়ককে। সেটা দিতে রাজিও হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

স্প্যানিশ দৈনিক এল মুন্ডোর বরাতে দেশটির ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, সমঝোতা না হলে রোনালদো কর, ফৌজদারি ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই মামলায় হারতে পারতেন। হারলে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারত।

এখনও অবশ্য ছোট কিছু কাজ বাকি রয়ে গেছে। যার মধ্যে পাবলিক প্রসিকিউটরের অফিসের সাথে চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা বাকি।

অভিযোগ ওঠে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত সময়টাতে এই ফাঁকির আশ্রয় নিয়েছেন সিআর সেভেন।

ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ ছিল ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার। রোনালদো ফাঁকির পরিমাণটা তার প্রায় সাড়ে তিনগুণ বেশি।

কর কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে, রোনালদো অভিযুক্ত বছরগুলোতে যথাক্রমে ১৪ লাখ, ১৭ লাখ, ৩২ লাখ এবং ৮৫ লাখ ইউরো করে কর ফাঁকি দিয়ে এসেছেন। ২০১০ সালে রিয়াল তারকা একটি ব্যবসায়িক কাঠামোর আশ্রয় নিয়ে ‘ইমেজ স্বত্ব’র মাধ্যমে আয় লুকিয়ে কর ফাঁকি দিয়েছেন।

মেসি অভিযোগের মুখে পড়ার পর ৫১ লাখ ইউরো কর দিয়েও মুক্তি পাননি। স্প্যানিশ আদালত তাকে ২১ মাসের জেল দেয়। যদিও দেশটির আইনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া প্রথমবার কেউ এই সময়ের কম সাজা পেলে তাকে জেলে যেতে হয় না। মেসিকেও যেতে হয়নি।