চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বিশাল’ দল নিয়ে বাংলাদেশের পথে উইন্ডিজ

ওয়ানডে ও টেস্ট দল নিয়ে বাংলাদেশের পথে রওনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ঢাকায় অবতরণের কথা রয়েছে। খেলোয়াড়, কোচিংস্টাফ, টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সফরকারী দল ৩৮ সদস্যের।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, এত বড় দল নিয়ে উইন্ডিজ কখনো বাংলাদেশে আসেনি। করোনা পরিস্থিতির কারণে দুই সংস্করণের দল আসছে একইসঙ্গে। পাঁচ সপ্তাহের সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

করোনাভাইরাসের শঙ্কায় সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার। নতুন চেহারার দলটিতেও আঘাত হেনেছে করোনা।

পজিটিভ হয়েছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড। তার জায়গায় তরুণ পেসার কিয়ন হার্ডিংকে নিয়ে বাংলাদেশে আসছে তারা। এই সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে তামিম-মুশফিকরা।

ঢাকায় পৌঁছানোর পর দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের সবার। তিন দিনের ব্যবধানে দুই দফা কোভিড-১৯ টেস্টে যারা নেগেটিভ হবেন তারা পাবেন মাঠে অনুশীলনের সুযোগ।

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি

প্রস্তুতি ম্যাচ: ১৮ জানুয়ারি, ভেন্যু: বিকেএসপি

প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি, ভেন্যু: শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর

দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি, ভেন্যু: শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর

তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম

চার দিনের প্রস্তুতি ম্যাচ: ২৮-৩১ জানুয়ারি, ভেন্যু: এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি, ভেন্যু: শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর