চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিতর্কের মুখে সরাতে হলো ক্রিমের বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হওয়ার পর বর্ণবাদ উস্কানীমূলক ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন সরিয়ে নিলো থাই কসমেটিকস কোম্পানী। 

থাইল্যান্ডের স্নোজ ক্রিমের বিজ্ঞাপনে দেখা যায় থাই অভিনেত্রী ক্রিস হরওয়াং তার সফলতার জন্য ফর্সা ত্বককেই কৃতিত্ব দিচ্ছে।

অবশ্য এমন কাজের জন্য মন থেকে ক্ষমাও চেয়েছে সিওল সিক্রেট নামের কোম্পানীটি। তাদের দাবী, আঘাত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনটি বানানো হয়নি। ত্বকের রঙ নিয়ে থাইল্যান্ডের অধিবাসীদের মনোভাবই আবার প্রকাশিত হলো এমন একটি ঘটনার মধ্যে দিয়ে। 

ভিডিওটিতে ক্রিস আরো বলেন, আমার পৃথিবীতে খুবই কঠিন প্রতিযোগিতা। তাই যদি নিজের যত্ন না নিই, তাহলে যা কিছু আমি গড়ে তুলেছি সব হারিয়ে ফেলবো।  

এরপরই ভিডিওটিতে ক্রিসের চেহারা পুরো কালো হতে দেখা যায়। তখন ক্রিস বলে, আমি যদি ফর্সা হতাম, তাহলেই জিততাম।

এরপরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। নিজেদের রক্ষা করতে প্রতিষ্ঠানটির দাবী, বিজ্ঞাপনটির মধ্যে দিয়ে আমরা শুধু ব্যক্তিত্ব, পোশাক, দক্ষতা এবং পেশাগত দিকের বাইরে গিয়ে আত্মোন্নয়নের কথা বলতে চেয়েছিলাম।