চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিতর্কিত সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্করসিস

‘মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মুভিগুলো সিনেমা নয়, থিম পার্কের কাছাকাছি বিষয়’ এমনটাই মন্তব্য করেছিলেন বিখ্যাত নির্মাতা মার্টিন স্করসিস। এই মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন তিনি। এবার স্করসিস ব্যাখ্যা করে বোঝালেন কেন তিনি এমন মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে স্করসিস বলেছেন, ‘ধরুন একটি পরিবার অ্যামিউজমেন্ট পার্কে যেতে চায়। ভালো তো তাই না? মার্ভেলের সিনেমাগুলো সেরকমই। শিল্পের নতুন ধারা। থিয়েটারে দেখানো ছবিগুলোর চাইতে আলাদা। এটাই বলতে চেয়েছিলাম।’

মার্ভেল এর সিনেমা গুলোর জন্য অন্য সিনেমাগুলো মনোযোগ কম পাচ্ছে, এমনটাই বুঝাতে চেয়েছেন স্করসিস। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চিন্তা হলো এই থিম পার্কের মতো ছবি গুলোর কারণে অন্য সিনেমা পর্দা হারাচ্ছে। আবারও বলছি, এগুলো শিল্পের নতুন ধারা।’

স্করসিস এর বিতর্কিত মন্তব্যের পর বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা জেমস গান, রবার্ট ডাউনি জুনিয়র, স্যামুয়েল এল জ্যাকসনের মতো তারকারা।

২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে স্করসিসের সিনেমা ‘দ্য আইরিশম্যান।’ এর আগে নভেম্বরের ১ তারিখ থেকে আমেরিকার কিছু থিয়েটারে দেখানো হবে ‘দ্য আইরিশম্যান।’ নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মার্টিন স্করসিসের ‘দ্য আইরিশম্যান’ ছবিটির প্রিমিয়ার হয়েছে।

ছবিটি ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। সমালোচকরা ছবিটিকে স্করসিসের ‘মাস্টারপিস’ বলছেন। এই ক্রাইম ড্রামাটি রটেন টমেটোতে ১০০% রেটিং পেয়েছে। -ফার্স্ট পোস্ট