চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তুরাগতীরে উচ্ছেদ অভিযানে ছোট-বড় স্থাপনা উদ্ধার

বিআইডব্লিউটিএ’র উদ্ধার অভিযানে তুরাগ নদীতীরের ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পরে পরিস্কারও করা হচ্ছে নদীর পাড়। ভরাট করা মাটি না কেটে দিলে নদী তার স্বাভাবিক গতি পাবে না, আর এ কারণেই উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভরাট হওয়া তীরের মাটি কেটে ফেলার চিন্তা করছে বিআইডব্লিউটিএ। 

বিআইডব্লিউটিএ’র নদী উচ্ছেদ অভিযান চলছে সপ্তাহে তিনদিন। অন্য সময়ে চলছে নদীর পাড় থেকে উচ্ছেদ হওয়া ইট-সুরকিসহ বিভিন্ন উপকরণ পরিস্কারের কাজ।

অভিযানকালে মাঝে মধ্যে নদী থেকে ভরাট হওয়া পলি এবং আবর্জনা পরিস্কার করা হয়েছে। আমিন মোমিন গ্রুপের দখল করা হাউজিং প্রকল্প খনন করে নদীর চ্যানেল করে দেয়া হচ্ছে। কিন্তু দখলদারদের চাপে সংকীর্ণ তুরাগকে মুক্ত করতে দুপাড় থেকে মাটি কেটে ফেলা দরকার। এ কারণে বড় ধরণের খননের পরিকল্পনা করছে বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক  এ কে এম আরিফ উদ্দিন।

ঢাকার আশপাশের নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। নদীর জায়গার সবটুকুই নদীতে ফিরিয়ে দিতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে