চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সার হয়েও এক ম্যাচ নিষিদ্ধ মেসি

আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচ খেলতে পারবেন না, কারণ রেফারিকে গালি দিয়ে জুটেছে এই ম্যাচসম নিষেধাজ্ঞা। সেটি নিয়ে আলোচনা-বিতর্ক যখন তুঙ্গে, তখন অনেকে ভুলেই বসেছেন বার্সেলোনার হয়েও এক ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন মেসি। রোববার রাতে সেজন্য স্প্যানিশ লিগের ম্যাচে মাঠে নামা হচ্ছে না দলের প্রাণভোমড়ার।

মেসির বার্সেলোনার হয়ে এক ম্যাচ নিষিদ্ধ থাকার বিষয়টি আর্জেন্টিনার জার্সিতে পাওয়ার নিষেধাজ্ঞার আগেই ঠিক হয়ে আছে। তবে বার্সার হয়ে তার এই নিষেধাজ্ঞার পেছনে রেফারির প্রতি কোন অখেলোয়াড়সূলভ আচরণের সূত্র নেই। আবার বিষয়টি মাঠের খেলার সময়কার কারণেই। সোজা কথায়, হলুদ কার্ডের জেরে এক ম্যাচ বাইরে বসে থাকতে হচ্ছে ফুটবল জাদুকরকে।

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখা হয়ে গেছে মেসির। লিগের বাইলজ অনুযায়ী কোন খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন। মেসির ক্ষেত্রেও সেটাই হচ্ছে। এতে রাতে গ্রানাডার বিপক্ষে খেলতে পারছেন না তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে।